Monday, March 6, 2023
দোল
আমরা বাইরের জগৎটাকেও মনের রং দিয়েই রাঙাই। মন যখন মেঘাচ্ছন্ন তখন কেউ মুখের সামনে সুগন্ধি পায়েস ধরলেও খেতে ইচ্ছে করে না আর মনে যখন বসন্ত তখন এক ঠোঙা সুখনো মুড়িকেও মনে হয় যেন অমৃত। আনন্দময় যাপনের secret হলো মনটাকে কেবল পুরো সাদা বা পুরো কালো করে না রেখে লাল নীল সবুজ হলুদ নানান রঙে ছুপিয়ে 'যখন যেমন তখন তেমন' অবস্থাকে উপভোগসমর্থ করে তোলায় - এটাই আসল আর্ট, দ্য আর্ট অফ লিভিং। ঠাকুর বলতেন 'আমায় রসে-বশে রাখিস মা' - কথাটির অর্থ কিন্তু প্রচলিত অর্থে ফূর্তি করা নয় - আমার যেন 'রস' থাকে আবার সেই 'রস' যেন 'বশে'ও থাকে। অবশ্যই সঠিক উপভোগ্যকে বেছে নেওয়াটাও একটা আর্ট, আর তার জন্য নির্দিষ্ট একটা training programme এর মাধ্যমে মনটিকে train করতে হয়। আজ দোল - জীবনের রংকে ধারণ, আত্তীকরণ ও উজ্জাপন করার মহোৎসব। রঙের উৎস যেহেতু মনে তাই "রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে" - মায়ের কাছে সকলের হয়ে এই প্রার্থনা জানাই। দোলযাত্রা শুভ হোক আপনার।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment