Sunday, November 12, 2023
আমন্ত্রণ ও নিমন্ত্রণ
সংস্কৃতে 'মন্ত্র' শব্দের অর্থ হলো 'আহ্বান করা'। আমরা পূজার সময় মন্ত্র পড়ি, অর্থাৎ দেবতাকে আহ্বান করি। এই মন্ত্র শব্দে যখন আলাদা আলাদা উপসর্গ অর্থাৎ prefix লাগে যেমন 'আ' অথবা 'নি', তখন দুটি আলাদা শব্দ তৈরি হয় - আমন্ত্রণ এবং নিমন্ত্রণ, যাদের আমরা সমার্থক বলেই মনে করি। আসলে কিন্তু তা নয়। 'আ' হচ্ছে আকর্ষণসূচক - to attract - কর্ষণ মানে টানা আর আকর্ষণ মানে নিজের দিকে টানা। তাহলে আমন্ত্রণ মানে হোলো কাউকে নিজের বাড়িতে অথবা নিজস্ব কোনো ঘরোয়া অনুষ্ঠানে আহ্বান করা। ওদিকে 'নি' মানে 'খুব বড়' যেমন নিকুঞ্জ মানে খুব বড় লতাগৃহ। তাহলে নিমন্ত্রণ মানে হলো খুব জমকালো কোনো সামাজিক অনুষ্ঠানে কাউকে আহ্বান করা, যেমন বিয়েতে নিমন্ত্রণ বা নেমন্তন্ন করা হয় কারণ বেশ জমজমাট ব্যাপার, দুটি প্রাণের মিলন, প্রচুর লোকজন, খাওয়া দাওয়া, হুল্লোড়, হৈহৈ ব্যাপার একেবারে। এই দুটি শব্দই যেহেতু সরাসরি সংস্কৃত থেকে এসেছে, অর্থাৎ তৎসম শব্দ, তাই এদের ব্যবহার সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী সঠিক হওয়াই শ্রেয়। এক জায়গা থেকে একটি 'আমন্ত্রণ পত্র' এসেছে। পড়েই মনে হলো উদ্যোক্তাদের ডেকে বলি এটা সর্বজনীন সামাজিক অনুষ্ঠান, এক্ষেত্রে 'নিমন্ত্রণ পত্র' হবে। তারপর ভাবলাম, থাক। বাঙালি সবই তো ভুলে গেছে, ভাষাটাই বা আর বাকি থাকে কেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment