Friday, April 14, 2023

নিশীথিনী

রাত্রি বড় একাকিনী। পৃথিবী যখন শান্ত, নিস্তব্ধ, ঘুমে অচেতন, তখন সে একা জাগে। পূর্ণিমার নরম আলোর আঁচল ছড়িয়ে সে প্রতীক্ষায় থাকে, কবে মাঝরাতে কেউ সেই জোছনা মাখতে উঠবে। এক অদ্ভুত উদাসীন আত্মবিস্মৃত ঘুমন্ত পৃথিবীর যেন সে একাকী জাগ্রতা দ্রষ্টা। হয়তো বেল, কামিনী আর হাস্নুহানার গন্ধে ম ম করছে চৌদিক, হয়তো কেউ একবার চোখ মেললেই সৌরভে ভরে যাবে তার অন্তর আর যাপন উদ্ভাসিত হবে নরম চাঁদের আলোয়, কিন্তু ঘুম যে আর ভাঙ্গে না। নীরবে, নিভৃতে, নিবিড় এক বন্ধনে রাত্রি বাঁধতে চায় সবাইকে কিন্তু পারে কৈ? আমি রাত্রির মতন অন্তরঙ্গ করে তোমাকে চাই, আমার সমস্ত অস্তিত্ব জুড়ে তোমাকে চাই, আমার দুঃখ বেদনায় তোমাকে চাই, আমার জীবনপুষ্পের যৌবনরেণু হিসেবে তোমাকে চাই, আমার সফলতার আকাশ জুড়ে তোমাকে চাই। আমি তোমাকে চাই সেই আলোকময় সুরভিত করুণাঘন গভীর রাত্রি রূপে, যে আপনাকে বিলিয়ে দেওয়ার জন্য, মিশিয়ে দেওয়ার জন্য সদা উদগ্রীব। আমি তোমায় রাত্রির সম্পূর্ণ ধারণার মতন ধারণ করতে চাই।

তুমি রবে নীরবে হৃদয়ে মম
নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম॥
মম জীবন যৌবন মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম॥

জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি।
মম দুঃখবেদন মম সফল স্বপন
তুমি ভরিবে সৌরভে নিশীথিনী-সম॥

গতকাল রাত থেকে এই গানটা আমায় তাড়া করে ফিরছে। হয়তো চৈত্রের শেষ রাত বলেই, হয়তোবা বৈশাখের নতুন সূর্য উদয়ের পথে বলেই, ঠিক জানা নেই। শুভ নববর্ষ।

No comments:

Post a Comment