Friday, May 12, 2023
দর্শন
ইংরিজি ফিলোসফি (philosophy) শব্দটি এসেছে গ্রিক ফিলোসোফিয়া থেকে, যার আক্ষরিক অর্থ 'জ্ঞানের প্রতি ভালোবাসা'। কার বদান্যতায় যে ফিলোসফির তর্জামা 'দর্শন' হয়েছে জানিনা কারণ দর্শন এক গভীর বোধের বিষয়, যা বাহ্যিকতাশুন্য এবং যার সাথে প্রত্যক্ষ উপলব্ধির অঙ্গাঙ্গিযোগ নিছক জ্ঞান পিপাসার চেয়ে ঢের ঢের বেশি অর্থবহ। দর্শন মানে যা দৃশ্যমান, তাকে আসলেই in form and substance দেখা। আমাদের স্নায়ুতন্ত্রের একাধিক স্তর আছে যার মধ্যে কিছু স্থূল, কিছু সূক্ষ্ম এবং কিছু অতি সূক্ষ্ম। যা বাইরে দৃশ্যমান তা স্থূল চোখ দিয়েই দেখা যায়, যাঁদের দৃষ্টিশক্তি আছে তাঁরা সবাই দেখতে পান। আবার এঁদেরই মধ্যে যাঁদের কিঞ্চিৎ সূক্ষ্ম দৃষ্টি আছে তাঁরা ওই দৃশ্যটিরই বিশেষত্ব দেখতে পান যেমন নামকরা কোনো ফটোগ্রাফার একই দৃশ্যের অনবদ্য সব ফ্রেম ক্যামেরায় ধরেন, যা সাধারণ মানুষের চোখে কিন্তু ধরা পড়ে না। আর বোধের নানা স্তর পেরিয়ে আছে অতীন্দ্রিয় দৃষ্টি, যার মাধ্যমে গভীর আধ্যাত্মিক উপলব্ধি সাক্ষাৎ দৃশ্যমান হয়ে দার্শনিকের মনের চোখে ধরা পড়ে - তাকেই প্রাচীন ভারতীয় পরম্পরায় দর্শন বলে। মন্ত্রদ্রষ্টা ঋষিদের অন্তর্দৃষ্টিতে বেদমন্ত্র দৃশ্যমান হয়েছিল, ওটা দীর্ঘ সাধনার দ্বারা অতিসূক্ষ্ম স্নায়ুতন্ত্র সক্রিয় হলে তবেই সম্ভব হয়। ফলতঃ দর্শন আর ফিলোসফি কখনোই এক নয়, ঠিক যেমন ধারণা আর সত্য এক নয়। একটা শাস্ত্রীয় বইয়ের ইংরিজি অনুবাদে বারবার দর্শনকে ফিলোসফি বলা হচ্ছে দেখে আর থাকতে না পেরে এতগুলো কথা বলতে বাধ্য হলাম। বেশ কিছু সংস্কৃত শব্দ আছে যা অনুবাদ অনুপযুক্ত যেমন ধর্ম, বর্ণ ইত্যাদি। এই শব্দগুলিকে বুঝতে গেলে এগুলি যে প্রাচীন দার্শনিক এবং সামাজিক পরম্পরার ফসল, সেই পরম্পরাকে আগে বুঝতে হবে। দুম করে একটা ইংরিজি শব্দ ধরলুম আর ধর্মকে religion আর বর্ণকে caste এর প্রতিশব্দ বলে দেগে দিলুম - হয় নাকি? এ যেন কানা ছেলের নাম পদ্মলোচন!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment