Saturday, May 6, 2023
চার্লস ৩য়র রাজ্যাভিষেক
আজ রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক দেখলাম। Pomp and pageantry দেখতে আমার বেশ লাগে। গোটা অনুষ্ঠানটিই ক্যান্টারবেরির আর্চবিশপ দ্বারা পরিচালিত এবং গোটাটাই আগাগোড়া প্রটেস্টান্ট পন্থের রীতিনীতি মেনেই হলো। মুখে অল ফেইথ বারবার বলা হলেও ওঁদের ভূমিকা ওই টুকিটাকি রাজকীয় emblem এগিয়ে দেওয়াতেই সীমাবদ্ধ। এমনকি রাজার শপথবাক্যে দেখলাম রাজাকে দিয়ে ঘোষণা করানো হলো যে উনি নিজে একজন প্রটেস্টান্ট এবং অতঃপর নিজপন্থের রক্ষাকর্তা হিসেবে অঙ্গীকারবদ্ধ হলেন। আচ্ছা, ওরা তো সব শিক্ষিত সভ্য সাহেবশুবো, ওরা নিজেদের মত flaunt করলে আপত্তি নেই, আমাদের মতো অসভ্য কালোদের দেশের অশিক্ষিত প্রধানমন্ত্রী মাথায় চন্দন মেখে বাবা বিশ্বনাথের অভিষেক করলেই দুনিয়ার secularism খতত্রে মে আ যাতা হ্যায় - তাই না? যাক যে, যা হলো সেটা ওদের সভ্য দেশের ব্যাপার, আমাদের ওসবে কিছু যায় আসে না। কেবল দুটো জিনিস কিন্তু বড্ড গায়ে লাগলো। চার্লসসাহেবকে ব্রিটেনের রাজার শাসনে থাকা নানান দেশ ও উপনিবেশকাল থেকে দখলে রাখা ভূমিখণ্ডের সাথে কমনওয়েলথের কর্তা হিসেবেও ভূষিত করা হলো এবং রাজমুকুট পরে যখন উনি প্রাসাদে ফেরত যাচ্ছিলেন তখন কমনওয়েলথের অন্যান্য দেশের সাথে দেখলাম ব্রিটিশ সৈন্যরা ভারতের জাতীয় পতাকাও আগে আগে বহন করে নিয়ে চলেছেন - তাও আবার নত। আর এক মুহূর্ত নষ্ট না করে এই কমনওয়েলথ নামক ঔপনিবেশিক ভণ্ডামিটি থেকে আমাদের বেরিয়ে আসা দরকার, বস্তুত অনেক আগেই এই শুভকাজটি সেরে ফেলা উচিত ছিল। চার্লস বা তাঁর চোদ্দগুষ্টির কেউ কোনোদিন আমাদের রাজা বা রানী ছিলেন না, এখনো নন, ভবিষ্যতেও হবেন না। ওঁরা plain and simple গায়ের জোরে দখলদার ছিলেন, আমাদের অগ্নিযুগের বিপ্লবীরা, সত্যাগ্রহীরা, আই এন এর সৈনিকরা এবং নেতাজী সুভাষচন্দ্র দ্বারা উদ্বুদ্ধ বিদ্রোহী ভারতীয় নৌসেনা এদের মেরে তাড়িয়ে ছেড়েছিলেন। আমি তো ভিক্টোরিয়া মেমোরিয়াল আর ভিক্টোরিয়া টার্মিনাস ইত্যাদি নামেরও ঘোর বিরোধী - ধরো আর ডাস্টবিনে ফেলো। আমার দেশের জিনিস দিয়ে আমারই দেশজ ভাইদের হাতে তৈরি পুরাকীর্তি একজন আক্রান্তার নষ্টামিকে কেন celebrate করবে? VTকে তো মুম্বাইকারেরা ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস করে দিয়েছেন, আমরা কলকাতাবাসী এখনো সেই colonial hangover নিয়েই বসে আছি, ওই কমনওয়েলথের মতন!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment