Thursday, May 18, 2023

হিন্দুস্তানে হিন্দুদের এই দশা কেন?

রাজস্থানে পাকিস্তান থেকে প্রাণ হাতে করে পালিয়ে আসা যে শরণার্থী হিন্দুদের একজন মহিলা IAS অফিসার ওখানকার সরকারের আদেশে তাড়িয়ে আবার পাকিস্তানে ফেরত পাঠাতে উদ্যোগী হয়েছেন তার জন্য একমাত্র বিজেপির কেন্দ্রীয় সরকারই দায়ী। 

কংগ্রেস, তৃণা দ্রাবী বা অশোক গেহলতকে গালি দেওয়ার আগে গৃহমন্ত্রী অমিত শাহকে জিজ্ঞেস করুন তো আইন পাস হওয়ার এত বছর পরেও কেন এখনো CAAর রুলস তৈরি করে আইনটিকে বলবৎ করা হলো না? আর সেই সাথে রাষ্ট্রীয় স্বয়ংসেবক  সংঘের কর্তাব্যক্তিদেরকেও জিজ্ঞেস করুন তাঁদের কাছে priority কি - হিন্দুরা না বিজেপি? যাঁদের শাখায় শাখায় একমাত্র দেশভক্ত হিন্দু তৈরি করার কথা তাঁরা পেছনের দরজা দিয়ে ক্ষমতা উপভোগ করার জন্য এখন বিজেপির জন্য ক্যাডার তৈরি করছেন - হায় রে! 

অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বিজেপি এবং সঙ্ঘ দুটি সংগঠনই এখন নিজেদের অতীতের হিন্দুcentric approachকে showcase করে বাঁচতে চাইছে। এই পাকিস্তানের অত্যাচারিত হিন্দু ভাইবোনদের জন্য এত দুঃখ হচ্ছে যে কি বলবো। আর সেই সাথে নিজেদের অক্ষমতার ওপর ঘেন্নাও হচ্ছে কারণ আইনি পদক্ষেপ করে যে এই চরম অধর্ম আটকাবো তারও উপায় নেই কারণ বাবুরা খাঁড়ির দেশগুলোর ভয়ে যেমন নূপুর শর্মা বা টি রাজা সিংকে জলাঞ্জলি দিয়েছেন, ঠিক তেমনভাবেই এই বেচারা অসহায় হিন্দুদের ভবিষ্যৎকেও জলাঞ্জলি দিয়েছেন। 

একদিকে একতরফ গাদা গাদা বাচ্চা পয়দা করে যাচ্ছে আর অন্যতরফ প্রাণরক্ষার্থে আশ্রয় চাইলেও, তাদের মেরে ভাগিয়ে দেওয়া হচ্ছে - এই নাকি হিন্দুস্তান! হিন্দুদের দেশে রোহিঙ্গারা বহাল তবিয়তে থাকতে পারে কিন্তু হিন্দুরা বেওয়ারিশ মাল! 

একটা কথা আজ স্পষ্টভাবেই বলে দেওয়া দরকার - যেদিন বিজেপির একটা viable alternative তৈরি হয়ে যাবে সেদিন যে কি হাঁড়ির হাল হবে তা বাবুরা হাড়ে হাড়ে টের পাবেন। এক দেশ এক দেওয়ানী বিধি, জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন, পন্থান্তকরণ বিরোধী আইন (পূর্বপুরুষের পন্থে ফিরে যাওয়া ব্যতিরেকে), মন্দিরকে সরকারি নিয়ন্ত্রণমুক্ত করার আইন, CAA, NRC ইত্যাদি কত কিছু যে কার্পেটের তলায় চলে গেছে, তার ইয়ত্তা নেই। এঁরা জাগলে ভালো, দেশেরও ভালো, নইলে সবারই ভবিষ্যৎ অন্ধকার। 

বড় বেদনা হয় যখন দেখি যে নাওয়া খাওয়া ভুলে দৌড়ে দৌড়ে চতুর্দিকে CAA নিয়ে সদর্থক জনমত গড়ে তোলার অনেকের অনেক প্রয়াসই বুঝি এঁদের 'দূরদর্শী' রাজনীতির জন্য নিষ্ফল হতে চলেছে। অদ্ভুত ব্যাপার হলো বিজেপির ভেতরে আজও যাঁরা সত্যিকারের হিন্দুহিতৈষী বলে পরিচিত তাঁদের কারোরই কিন্তু সঙ্ঘের tag নেই, তা সে যোগী আদিত্যনাথই হন বা হিমন্ত বিশ্ব শর্মা, রাজা সিংই হন বা কপিল মিশ্র বা ডঃ নরোত্তম মিশ্র। কারণটা কি?

No comments:

Post a Comment