Thursday, May 25, 2023

নতুন সংসদভবন

ভারত কাদের? We The People অর্থাৎ আমাদের - জনতার। সংবিধান কারা নিজেরাই নিজেদের দিয়েছেন? We The People অর্থাৎ আমরা জনতা নিজেরাই সংবিধান রচনা করে নিজেদের দিয়েছি, তৎকালীন গণপরিষদে আমাদের প্রতিনিধিদের মাধ্যমে। সেই সংবিধানের সংশোধন এবং আইন প্রণয়ন অতঃপর কারা করেন? জাতীয় আইনসভায় জনতার দ্বারা জনপ্রতিনিধি হিসেবে সরাসরি নির্বাচিত লোকসভার সদস্যরা এবং রাজ্যের জনপ্রতিনিধিদের দ্বারা নির্বাচিত রাজ্যসভার সদস্যরা অর্থাৎ সমস্ত সাংসদরা। 

তাহলে, জনতার দ্বারা সরাসরি নির্বাচিত সাংসদদের জন্য নির্দিষ্ট জাতীয় আইনসভা কোনটি? ভারতের জাতীয় সংসদের অংশ লোকসভা। লোকসভার মুখিয়া কে? ভারতের মাননীয় প্রধানমন্ত্রী। মহামহিম রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান - Head of State - তিনি সরকার, সংসদ, বিচারবিভাগ, সেনাবাহিনী সবার প্রধান। কিন্তু তিনি দেশের সমস্ত বিধানসভা সদস্য এবং সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত, সরাসরি জনতার দ্বারা নির্বাচিত নন। তাহলে প্রকৃত গণতান্ত্রিক রীতি মেনে We The People অর্থাৎ জনতার সরাসরি প্রতিনিধি হিসেবে নতুন সংসদভবন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করার সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কে? জনতার দ্বারা নির্বাচিত লোকসভার নেতা এবং সেইসূত্রে ভারত সরকারেরও প্রধান - Head of Government - ভারতের মাননীয় প্রধানমন্ত্রী। 

ভারতের সংসদ ভবনের এযাবৎ যা কিছু সম্প্রসারণ বা পরিবর্ধন হয়েছে, তা সে এন্যেক্স বিল্ডিংই হোক বা লাইব্রেরি, সবসময় তৎকালীন প্রধানমন্ত্রীরাই সে সব জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন - এটাই রীতি। সুখের কথা যে এবারেও তার অন্যথা হচ্ছে না। ঠিক যেমন বিভিন্ন রাজ্যে নতুন বিধানসভা ভবনের লোকার্পণ সেই রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীরাই করেছেন, রাজ্যপালরা নন। ৩২ বছর আগেই বোঝা গিয়েছিল যে ইংরেজদের বানানো কাউন্সিল হাউস, আমাদের পুরানো সংসদ ভবনের মেয়াদ ফুরিয়েছে আর তখনই গণতন্ত্রের প্রধান কর্মক্ষেত্র হিসেবে চিহ্নিত এক নতুন সংসদ ভবন নির্মাণের কাজ শুরু হয়ে যাওয়া উচিত ছিল। এতবছর ধরে তা না হওয়ায়, বর্তমান প্রধানমন্ত্রী স্বতঃপ্রণোদিত হয়ে শুরু থেকে শেষ পর্য্যন্ত গোটা নির্মাণের কাজটাই এবার সম্পন্ন করালেন। 

তাঁরই করকমলে ডিসেম্বর ২০২০ সালে এই নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল এবং তাঁর ব্যক্তিগত প্রেরণায় রেকর্ড সময়ের মধ্যে এই রাজকীয় অট্টালিকা আজ সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে পড়েছে। আগামী ২৮শে মে তিনিই তার লোকার্পণ করবেন, এর চেয়ে সুখের কথা আর কিই বা হতে পারে? যাঁরা বিরোধিতা করছেন তাঁরা আমাদের অর্থাৎ We The People এর বিরোধিতা করছেন। আমাদের গণতন্ত্র আমাদের গর্ব, আমাদের সংসদ আমাদের গর্ব, আমাদের সরকার আমাদের গর্ব, আমাদের বিচারব্যবস্থা আমাদের গর্ব, সেনা সহ দেশের সমস্ত institution আমাদের গর্ব, সর্বোপরি আমাদের দেশ আমাদের গর্ব। এখন থেকে মহাদেবের আশীর্বাদপূত ধর্মদণ্ড কারো walking stick হিসেবে আর বর্ণিত হবে না, এটাও আমাদের গর্ব। ঈশ্বর আমাদের সকলের মঙ্গল করুন।

No comments:

Post a Comment