Sunday, February 5, 2023

লাটু মহারাজ

আজ মাঘী পূর্ণিমা। আজ পরম পূজনীয় লাটু মহারাজের জন্মতিথি বলে ধরে নেওয়া হয়। আমার জন্ম যদি আরো পঞ্চাশ বছর আগে হতো এবং ঠাকুরের পার্ষদদের মধ্যে কেবল একজনেরই পায়ে মাথা ঠেকানোর যদি অনুমতি পেতাম, আমি লাটু মহারাজের পাদুটোকেই চেপে ধরতাম। লাটু মহারাজের কোনো formal education ছিল না, উনি নিরক্ষরও ছিলেন, ফলে ওঁর যে শিক্ষা, ওঁর বোধ, ওঁর আধ্যাত্মিক চেতনা এবং ওঁর ব্যক্তিত্ব শুধুই রামকৃষ্ণময়, সেখানে বাইরের বিন্দুমাত্র কোনো influence নেই। ঠাকুরের সমস্ত পার্ষদদের কথাই পড়ার সৌভাগ্য হয়েছে, প্রত্যেকেই এক একটি institution বিশেষ, এক একজন বিরলতম সিদ্ধপুরুষ, ব্রহ্মজ্ঞ, ঠাকুরের personalityর এক একটি দিকের প্রতিচ্ছবি যেন। কিন্তু ওঁদের সবার রামকৃষ্ণময়তার আড়ালে একজন স্বাধীন চিন্তাসম্পন্ন ব্যক্তিও লুকিয়ে আছেন, লাটু মহারাজের মধ্যে কেবল গুরু ছাড়া আর কিছুমাত্র নেই। আমি যখন লাটুমহারাজের স্মৃতিকথা পড়ি তখন আমার মনে হয় আমি যেন সাক্ষাৎ ঠাকুরের শ্রীমুখের কথা শুনছি, মাঝখানে কোনো কান্ট নেই, কোনো হেগেল নেই, কোনো রুশো নেই, কোনো ব্রাহ্মসমাজ নেই - কিচ্ছু নেই। কেবল একজন ঈশ্বর আছেন আর একজন পরমভক্ত আছেন এবং ওঁদের মধ্যে সনাতনী অধ্যাত্মযোগটি যেন পবিত্র হোমাগ্নির মতন জ্বলজ্বল করে জ্বলছে। আমার কাছে লাটু মহারাজ ঠাকুরের অদ্ভুত সুন্দর একটি construct, ফলে স্বামীজীর দেওয়া ওঁর অদ্ভুতানন্দ নামটি আমার কাছে wonder অর্থে নয়, unparalled অর্থে প্রতিভাত হয়। আমার কাছে বিশেষ খেদের বিষয় এই যে ঠাকুরের এই হুবহু প্রতিচ্ছবিকে চাক্ষুস দর্শন করার এবং তাঁর শ্রীচরণে সাষ্টাঙ্গে প্রণাম করার সৌভাগ্য আমার জোটেনি, আগের শরীরে জুটে থাকলেও আমার মনে নেই। তবে লাটু মহারাজের কথা আমি মনেমনে খুব চিন্তা করি, ওনার কথা ভাবতে আমার ভালো লাগে। ওই খোঁচা খোঁচা দাঁড়ি গোঁফ, ওই ছোট ছোট চুল, ওই বসার ধরণ, ওই তাপসের নিরাসক্ত মুখমন্ডল - একেবারে যেন শ্রীগুরুমহারাজজীর ছায়ারূপ! মুখের কথাও তাই - কেবলই গুরুবাক্য। ঠাকুরই ওঁকে জগজ্জননী জগন্মাতার নহবতের সংসারে ফাইফরমাস খাটতে পাঠিয়েছিলেন, তাই মায়ের কাছে ওঁর ছিল অবারিতদ্বার। ওঁর সাথে মা যতটা সহজ আচরণ করতেন, ততটা খুব কম পার্ষদদের সাথেই ছিল। আজ ওঁর পুণ্য জন্মতিথি উপলক্ষে পরম পূজনীয় মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই এবং মহারাজের কাছে প্রার্থনা করি যেন ওঁর আশীর্বাদের হাত উনি আমাদের মাথার ওপর রাখেন আর সেই জোরে আমরা যেন মায়ের শরণাগত হতে পারি।
জয় শ্রীগুরু মহারাজের জয়
জয় মহামাঈর জয়
জয় স্বামীজী মহারাজের জয়
জয় স্বামী অদ্ভুতানন্দজী মহারাজের জয়

No comments:

Post a Comment