এ আঁধার কেটে যাবে,
কেটে যাবে অনভ্যাসের ভয়।
ছত্রাখান হয়ে যাবে যত রাবণের দরবার -
একবার, শুধু একবার আসুক সে সময়।
ধৈর্য্য ধরো। সহ্য করো, যতক্ষণ পারো।
আমি দেখতে পাচ্ছি বানরসেনার সাজ।
তুমিও পাবে, জমিতে কান পাতো।
দাদামা বাজছে, ওই শোনো দ্রিমি দ্রিমি আওয়াজ।
মহাবীরের ল্যাজে যারা আগুন লাগায়
তারা কি চেয়েছিল স্বর্ণলঙ্কা পুড়ে হোক খাক?
জানলে নিশ্চয় দুহাত তুলে রাজাকে বলতো
জাঁহাপনা, বিরাট যতদিন ছোট হয়ে থাকে, থাক।
১১ই জুন, ২০২২
কলকাতা
No comments:
Post a Comment