Thursday, December 7, 2023

বিধানসভায় বিজেপি

পশ্চিমবঙ্গের নেগেটিভ ধ্বংসাত্মক ব্যক্তিস্বার্থসর্বস্ব নীতিহীন রাজনীতি দেখে দেখে একসময় ক্লান্ত হয়ে গিয়ে নিজের ভূমিকার ওপর ঘেন্নায় আমি টিভিতে রাজনৈতিক বিশ্লেষণ করা স্বেচ্ছায় ছেড়ে দিয়েছি, তাও বছর দুয়েক হয়ে গেল। কিন্তু তার মানে এই নয় যে আমি রাজনীতির ওপর আর নজর রাখি না। দেশের দশের খবর ঠিকই রাখি, তবে সেটা অবশ্যই চ্যানেলগুলোর অন্তঃসারশূন্য মারামারিসর্বস্ব টিভি ডিবেট দেখে নয়। 

যাইহোক, তিনটি রাজ্যে বিজেপির জয় নিয়ে এখানে অনেকেই দেখছি এটাকে সেমিফাইনাল ইত্যাদি বলে খুব লাফাচ্ছেন, যার মধ্যে সারবত্তা কিছুই নেই। বস্তুত এটা ভারতীয় মতদাতার প্রজ্ঞাকে অসম্মান করার সমান। ভারতে গণতন্ত্র এতটাই matured যে মতদাতা local body, legislature আর parliament-এর মধ্যে পার্থক্য খুব ভালো বোঝেন, তাঁদের যে স্তরে যে দলকে উপযোগী মনে হয়, সেই স্তরে তাকে ভোট দেন যেমন দিল্লির জনতা বিধানসভায় আম আদমি পার্টিকে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা দেওয়ার পরেই লোকসভার সাতটি আসনেই বিজেপিকে জেতান। 

এটা কেন সেমিফাইনাল নয়, সেই বিষয়ে ফিরে আসি। গতবার, অর্থাৎ ২০১৮তে এই তিনটি বিধানসভাতেই কংগ্রেস জিতেছিল আর তার ঠিক চার মাস পরে এই তিনটি রাজ্যের মিলিত ৬৫টি লোকসভা আসনে লড়ে কংগ্রেস জিততে পেয়েছিল মাত্র ৩টি আসন - ছত্তিশগড়ে ২টি, রাজস্থানে শূন্য এবং মধ্যপ্রদেশে ১টি - মনে পড়ে? এবারেও যদি বিজেপি এই তিনটি রাজ্যেই বিধানসভা নির্বাচনে হেরে যেত তাতেও ২০২৪এর লোকসভার তাদের resultএ বিন্দুমাত্র আঁচ আসতো না, ওখানে শ্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের কোনো বিকল্প নেই - অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী হিসেবে জনমানসে যে charisma আর হিমালয়সর্দিশ বিশ্বাসযোগ্যতা ওনার আছে, তার ধারেকাছেও অন্য কোনো নেতা নেই। 

এই যে বিশ্লেষকরা বলছেন না যে hidden Modi wave, তাঁরা বুঝতে পারেননি, আসলে কোনোকিছুই hidden নয়, সবটাই স্পষ্ট, কিন্তু এতটাই স্পষ্ট যে হয়তো নজর এড়িয়ে গেছে। আমিই তো কত সময় চোখে চশমাটা পরে ভুলে সেই চশমাই এখানে ওখানে খুঁজে বেড়াই। বহু মানুষ এখন মনে করতে শুরু করেছেন যে আমার রাজ্যের ক্ষেত্রেও এবার মোদিজি যে নেতৃত্বেকে choose করে বসাবেন, তিনিই রাজ্যটিকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন আর মানুষের এই আস্থা মোদিজি দেশের মুখিয়া হিসেবে তাঁর মন্ত্রীসভার performance এর ভিত্তিতেই অর্জন করেছেন। ভারতীয় মতদাতার বোধবুদ্ধি, অভিজ্ঞতা ও স্বাভিমানকে কখনো ছোট করে দেখবেন না। এদেশের গণতন্ত্র অত ঠুনকো নয়। 

নোট: আমার ভরসার দায়রা থেকে কিন্তু পশ্চিমবঙ্গ ও কেরালা বাদ। এই দুটি প্রদেশের মানসিকতা আমি সত্যিই বুঝি না।

No comments:

Post a Comment