একটা ঘর
ঘরটা অগোছালো
লেপ এলোমেলো
খোলা ল্যাপটপের পাশে খোলা জলের বোতল
মাঝেমাঝেই বেজে ওঠা ফোন
আর বহুদিনের পিছটান -
হটাৎ চুপচাপ।
সবকিছু গুছানো
বিছানাটা টানটান
খালি টেবিলে কোণে খালি ফুলদানি
পর্দাগুলোও টানা
ছায়া ছায়া ঘুমন্ত ঘরে
এখনো কোলোনের আভাস।
কেউ ছিল, এখন নেই,
এটুকুই।
২২.১.২৩
(বিশালের আজ ভোরে বোম্বে ফিরে যাওয়ার পর সন্ধ্যায় লেখা)
No comments:
Post a Comment