Wednesday, January 4, 2023

মা-টি



মাটির পরে জন্ম আমার মাটির গুণে চাষ
মাটির বাড়ি মাটির হাঁড়ি মাটির ওপর বাস ।
মাটির সূত্রে বেদ বেদান্ত মাটির কৃপায় শ্বাস
মাটির প্রাণে মায়ের দরদ মাটির ঘ্রাণে আশ ।।
মাটির শ্যামলবরণ রূপে মাটির জলোচ্ছ্বাস
মাটির ঢ্যালা শ্যামার খেলা মাটিই চিদাকাশ ।
মাটির সাথে সহজ যাপন মাটির সাথে পাশ 
মাটির তরেই আনাগোনা মাটির নিচে খাস ।।

মাটির সাথে আড়ি আমার বুকের বোঝা ভারি ।
মাটির পরশ এড়িয়ে যেন নিজের কাছেই হারি ।।

(আজ শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী তুরীয়ানন্দজীর আবির্ভাব তিথিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বোরো ধান চাষের শুভারম্ভ উপলক্ষে লেখা)

No comments:

Post a Comment